রাউজানে অলৌকিকভাবে মাটির নিচে কলার থোড়!

    আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :  সৃষ্টি কর্তার লীলা বোঝা বড়ই কঠিন। সময়ে অসময়ে মানুষের যেমন মনের রুপ পাল্টায়, তেমনি প্রকৃতি নানা কারণে সৃষ্টি কর্তার দেওয়া নানা ফল-মূলের মেজাজ পরিবর্তন হয়। তাই কথায় আছে ‘প্রকৃতির খেয়াল বোঝা বড়ই কঠিন’। হয়ত একারণেই দেখা যেতে পারে নতুন রুপ। যে কোন মানুষের মনে নানা প্রেশ্ন কল্পনা জাগতে পারে অলৌকিক এসব ঘটনা দেখে।

    এরকম একটি ব্যতিক্রমী কাণ্ড ঘটেছে রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের হাজীর বাড়ীর শমসের পাড়া গ্রামের ইউসুফের বাড়িতে। সেখানে একটি কলা গাছের নিচে মাটির থেকে বের হয়ে আসছে কলার থোড়! যদিও কলা গাছে থোড় জম্ম নেয় গাছের ওপরে  কিন্তু এই গাছে মাটির নিচ থেকে গজে উঠেছে একটি কলার থোড়। আর সে থোড় থেকে আস্তে আস্তে বের হতে শুরু করেছে কলা ফুল।

    প্রকৃতির এই রুপ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা ছুটে আসছেন ইউসুফ এর  বাড়িতে। সাধারণত কলাগাছের গোড়া থেকে জন্ম নেয় নতুন কলা গাছ। আর এ গাছ আস্তে আস্তে বড় হয়ে তার অগ্রভাগে বের হয় থোড় এবং থোড় থেকে হয় কলা। কিন্তু এভাবে মাটির নিচ থেকে সরাসরি থোড় হয়ে বের হওয়াতে হতবাক বাড়ির মালিক ও এলাকাবাসী। 

    বাড়ির মালিক ও দর্শনার্থীরা প্রকৃতির এই অবাক করা কাণ্ডটি দেখে তারা এটা কে আল্লাহর কুদরত বলে অভিহিত করছেন।

    বিএম/রাজীব….