নাসিরাবাদ স্কুল মাঠে মানবিক মেলা কাল

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘পরিবর্তনের কারিগর’-এ অংশগ্রহণকারী মানবিক মেলা’১৯ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দেশের প্রথমবারের মত ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করবেন ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

    উদ্ভাবনী জ্ঞান, মেধা এবং জনহিতকর কার্যক্রমের মাধ্যমে যারা সমাজ তথা দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছেন এধরণের ৫০টি স্বেচ্ছাসেবী/ সামাজিক সংগঠন এতে অংশ গ্রহণ করছে। তাদের ৫০টি স্টল থাকবে।

    মেলার কর্মসুচি হচ্ছে, সকালে নগরীর জমিয়তুল ফালাহ মোড় থেকে সকাল ৯ টায় নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় পর্যন্ত সাইকেল র‌্যালি। এরপর স্কুল মাঠে মেলা প্রাঙ্গনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিকেলে চট্টগ্রামের পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের উপাচার্যগণ প্রেরণাদায়ক বক্তব্য রাখবেন।

    এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর থেকে সহায়তাপ্রাপ্ত সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষদের অংশগ্রহণে মেলায় থাকবে আবৃত্তি, গান, নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।বিভিন্ন সংগঠন মেলায় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করবে।

    বিএম/রাজীব..