পাকিস্তানে বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকার মঙ্গলবার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য দেশের সবগুলো বিমানবন্দর খুলে দিয়েছে।

    গত মাসে প্রতিবেশী ভারতের সঙ্গে তুমুল উত্তেজনার প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের ওপর দিয়ে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।

    প্রায় এক মাস পর মঙ্গলবার থেকে পাকিস্তানের বিমানবন্দরগুলো সব ধরনের বিমান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ফলে দেশটির ইসলামাবাদ, করাচি, পেশোয়ার ও কোয়েটা বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল শুরু করেছে।

    তবে এখনও ট্রানজিট বিমান অবতরণে নিষেধাজ্ঞা বহাল থাকেব বলে জানিয়েছে স্থানীয় ডন পত্রিকা।

    এছাড়া নিরাপত্তাজনিত কারণে ব্যাংকক, কুয়ালালামপুর ও নয়াদিল্লি থেকে পাকিস্তানে সব ধরনের বিমান চলাচল এখনও বন্ধ রাখা হয়েছে।

    এদিকে পকিস্তান এয়ার লাইন্স পিআইএ মুখপাত্র মাসুদ তাজওয়ার বলেছেন, মঙ্গলবারনিষেধাজ্ঞা তুলে নেয়ার পর পিআেএ তাদের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সকল ধরনের ফ্লাইট চালু করছে।

    বিএম/রনী/রাজীব