অনলাইন ভিত্তিক সেবাদানকরী প্রতিষ্ঠান ডেবস্ওয়্যার যাত্রা শুরু

    প্রযুক্তি মেইল : অনলাইন ভিত্তিক সেবাদানকরী প্রতিষ্ঠান ডেবস্ওয়্যার (ইনফরমেশন টেকনোলজি এনাবেলড সার্ভিসেস) যাত্রা শুরু হয়েছে।

    নগরীর কার্নেল হাট সিডিএ ১নং রোড ইফসা ভবনের ৬ষ্ঠ তলায় ডেবস্ওয়্যার এর অফিস উদ্বোধন হয়েছে।

    গত ১৩ এপ্রিল সন্ধ্যায় ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে ডেবসওয়্যারের নতুন অত্যাধুনিক অফিসের উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির সিইও পিপুন বড়ুয়া ও তাঁর বাবা পরিতোষ বড়ুয়া।

    এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, নিউজ চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, বিশিষ্ট ব্যাবসায়ী আইয়ুব আলী, ট্রাভেল এজেন্সি ট্রাভেলিয়া’র সিইও অমিত বড়ুয়া, ইটিএস বাংলাদেশ এর পরিচালক মিরাজুল আলম ও রুহুল সাকিব, পাওয়ার হোষ্টিং বিডি’র পরিচালক তওহিদুল ইসলাম রবি সহ প্রমূখ।

    এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোবায়েদ খান ফটোগ্রাফি’র সিইও মোহাম্মদ জোবায়েদ খান, আইটি এক্সপার্ট শাকিল আহমেদ শুভ, এবং মোহাম্মদ মামুনুর রহমান, ব্যবসায়ী এয়ার মাহমুদ বাদশা, অঞ্জনা বড়ুয়া, শিমলা বড়ুয়া, চিত্রা বড়ুয়া, কোরিয়ান বায়িং হাউজ ”ডিফাক্টো” এর কোয়ালিটি কন্ট্রোলার কনক বড়ুয়া, গ্রামীন ব্যাংকের সিনিয়ার সেন্টার অফিসার দানু বড়ুয়া।

    আরো উপস্থিত ছিলেন, ড্রিম আর্ট এর পরিচালক স্যাম সায়মন ছবিঘর এর পরিচালক অমিত দাশ, ডাক্তার আরাফাত আকবর, সাইন্স মেন্টর্স এর পরিচালক শরিফুল ইসলাম, ব্যাবসায়ী এসডি শুভ, মাল্টিকেয়ার এর পরিচালক নাজমুল হক।

    অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও পিপুন বড়ুয়া বলেন- ডেবস্ওয়্যার একটি আইটিইএস সেবাদানকরী প্রতিষ্ঠান। আমাদের কাজ হলো-আইটি সার্ভিস দেয়া। সেগুলো হল- ডোমেইন, হোষ্টিং, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলাপমেন্ট, সফটওয়্যার, বিজনেস মেনেজমেন্ট, শপ মেনেজমেন্ট, স্কুল মেনেজমেন্ট সফটওয়্যার, একাউন্ট মেনেজমেন্ট সিষ্টেম, সিকিউরিটি সিষ্টেম, সিসিটিভি, নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিং, প্রডাক্ট প্রমোশন, এসএমএস ও ইমেইল মার্কেটিং, এবং সকল ধরনের আইটি প্রোডাক্ট।

    বিএম/রাজীব..