শবে বরাত ২১ এপ্রিলই : ধর্ম প্রতিমন্ত্রী

    বিএম ডেস্ক : ২১ এপ্রিল দিনগত রাতেই লায়লাতুল বরাত বা শবে বরাত পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। চাঁদ দেখা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে আলেম-ওলামাদের নিয়ে গঠিত ১১ সদস্যের সাব-কমিটির সুপারিশে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

    মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

    এর আগে গত শনিবার সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত, অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করার কথা। কিন্তু ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠন দাবি করে, ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

    বিএম/রনী/রাজীব

    আরো খবর:: শবে বরাতের তারিখ নির্ধারনে হাইকোর্টে রিট