ভেরিফাইড হল কন্ঠশিল্পী শাপলা’র ফেসবুক পেইজ

    শিল্পী শাপলার অফিসিয়াল ভেরিফাইড পেইজ

    বিনোদন মেইল : কণ্ঠশিল্পী শাপলা পালের ফেসবুক পেইজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে বাংলাদেশি নারী তারকা হিসেবে ফেসবুক পেইজে ভেরিফাইড হলেন শাপলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে শাপলার ভক্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে।

    বর্তমানে শাপলার ফেসবুক পেইজের নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ভেরিফায়েড পেইজ হওয়ায় এখন থেকে বিব্রতকর অবস্থা থেকে রেহাই পাবে বলে মনে করছেন শিল্পী শাপলা পাল।

    তিনি বলেন, পেইজটি এখন থেকে ফেসবুক কতৃপক্ষ বিশেষ নজরদারিতে রাখবে। ফলে অযাচিত অনেক বিরম্বনা থেকে মুক্তি মিলবে পাশাপাশি তার আইডিটি এখন থেকে সর্ব্বোচ্চ নিরাপত্তায় থাকবে।

    কন্ঠশিল্পী শাপলা পাল

    শাপলা বলেন, ফেসবুক আমার পেইজটিকে ভেরিফায়েড পেইজ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

    এ জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই আমার পেইজ এর সাথে সংযুক্ত সকলকে।

    সেই প্রথম থেকে আজ অবধি, আমার গানকে ভালোবেসে আমার সাথে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী শাপলা পাল।

    ভবিষ্যতেও সবাই তার ভেরিফাইড পেইজে সংযুক্ত থেকে তার শিল্পী জীবনকে আরো উৎসাহিত করবেন এমনটাই আশা প্রকাশ করেন কন্ঠশিল্পী শাপলা পাল।

    উল্লেখ্য, চট্টগ্রামের মেয়ে কন্ঠশিল্পী শাপলা পাল একাধারে মঞ্চে ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত গান করে আসছেন। ইতিমধ্যে তার একাধিক অ্যলবাম বাজারে আছে। শিল্পীর গাওয়া ও অভিনীতি বেশ কয়েকটি গান ইউটিউবেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

    শিল্পীর ভেরিফাইড ফেসবুক পেইজ- facebook.com/Shapla.Singer.Official
    ইউটিউব- youtube.com/c/ShaplaPaul

    বিএম/রাজীব সেন..