বক্তব্যে দায়িত্ব শেষ নয়, কাজের মাধ্যমেই সমস্যার সমাধান-নওফেল

    দৈনিক আজাদীর গোল টেবিল বৈঠকে শিক্ষা উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম মেইল : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষাখাতসহ প্রতিটি দপ্তরেই ব্যাপক উন্নয়ন হয়েছে। বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে আরো এক গুচ্ছ উন্নয়ন পরিকল্পনা।

    তবে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সীমাবদ্ধতার কারণে অনেক সমস্যাও রয়েছে উল্লেখ করে তিনি বলেন সমস্যা সমাধানে সরকার নিরলসভাবে কাজ করছেন। নওফেল বলেন, শুধুমাত্র মিডিয়ায় বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করতে চাইনা, কাজের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।

    শনিবার সকালে “শিক্ষায় চট্টগ্রাম একগুচ্ছ প্রস্তাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা তুলে ধরেন মহিউদ্দিন পুত্র ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    নগরীর চেরাগী পাহাড় এলাকায় দৈনিক আজাদী পত্রিকার মিলনায়তনে এ গোল টেবিলের আয়োজন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী।

    দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

    এছাড়াও চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে অংশ নেন। গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

    বিএম/রাজীব সেন…