সিডনিতে বাংলাদেশী নারী খুন,স্বামী গ্রেপ্তার

    বিএম ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো কারাথার্স স্ট্রিটের নিজ বাড়িতে শাহিদা নিরুপমা নামের এক বাংলাদেশি গৃহবধূ খুন হয়েছেন।

    আজ রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় ভোর চারটার দিকে প্রতিবেশী বাংলাদেশির ফোন পেয়ে পুলিশ কারাথার্স স্ট্রিটের বাড়ির গ্যারেজ থেকে শাহিদার মরদেহ উদ্ধার করে। পরে তার স্বামী আলতাফ হোসেনকে (৪৯) গ্রেপ্তার করেছে নিউ সাউথওয়েলস পুলিশ।

    পুলিশের ভাষ্য, অনুর্ধ্ব ৩৫ বছর বয়সী ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ আজ ভোরে যখন বাড়িটির গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তখন পরিবারের ছয় বছর এবং দশ বছর বয়সী দুই শিশুসন্তান বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল। তারা নিরাপদে আছে।

    পরিবারটির এক পরিচিতজন প্রথমে মৃতদেহটি খুঁজে পান, পরে পুলিশকে জানান। ধারণা করা হচ্ছে ওই নারী ছুরিকাঘাতে আহত বা নিহত হওয়ার পরেই তাকে ফোন করেন।

    তবে স্বামী কিংবা স্ত্রীর মাঝে কে ফোনটি করেছিলেন তা এখনো প্রকাশ করা হয়নি।

    স্থানীয়রা জানান, এই দম্পত্তির মাঝে কোনো ধরণের পারিবারিক সহিংসতা অথবা সংঘাতের খবর আমরা জানি না।

    “নিহত নিরুপমার ননদরা প্রায়ই আলতাফকে নিজেদের ভাবি নিয়ে কান ভারি করতেন। এই নিয়ে আলতাফ-নিরুপমা দম্পতির মধ্যে বেশকিছুদিন যাবত দ্বন্দ্ব-সংঘাত লেগেই ছিল।”

    নিহত নিরুপমার বাবার নাম সৈয়দ আবুল হোসেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুর হলেও পুরান ঢাকায় বসবাস করেন। গ্রেপ্তার আলতাফের বাড়ি পুরান ঢাকারই নিজামুদ্দিন রোডে।

    ঘটনার তদন্তে ক্যাম্পবেলটাউন সিটি পুলিশ এরিয়া কমান্ডের ডিটেকটিভদের পাশাপাশি স্টেট ক্রাইম কমান্ডের হোমিসাইড স্কোয়াডের ডিটেকটিভরাও অংশগ্রহণ করছেন।

    এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    বিএম/রনী/রাজীব