শ্রমজীবির অধিকার নিশ্চিত না হলে অর্জিত প্রবৃদ্ধির সুফল পাবে না-নওফেল

    চট্টগ্রাম মেইল : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন বাংলাদেশ চলতি অর্থবছরে ৮ দশমিক ১৯৫ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। শ্রমজীবি মানুষের অধিকার যদি নিশ্চিত না হয় তবে এ প্রবৃদ্ধির সুফল আমরা ভোগ করতে পারবনা। শ্রমীকদের নুন্যতম মজুরী দিয়ে যথাযত মূল্যায়ন করতে হবে।

    তিনি আজ বিকেলে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের লালদিঘী মাঠে আয়োজিত বিশাল শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নওফেল এসব কথা বলেন।

    নওফেল আরো বলেন, দেশে শ্রমিকদের ঘামে অর্জিত মুনাফা বিদেশে পাঠিয়ে সিঙ্গাপুরে কিংবা দুবাইতে বাড়ি কিনব সে উন্নয়ন শেখ হাসিনা সরকার চাই না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নের্তৃত্বে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। যারা অধিকার আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখছি। শ্রমদাবী বাস্তবায়নের ক্ষেত্রে কেন এত উদাসীনতা, কারণ আমরা আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধভাবে বসে সেটা আদায় করতে পারছিনা। আমাদের অনেকের মাঝে মতবিরোধও থাকবে কিন্তু শ্রমিকের অধিকারের প্রশ্নে শ্রমিকদের কাছে আহবান জানাবো আপনারা কোন ধরনের প্রতিযোগীতা, মতবিরোধ ও মতালক্ষ্যকে প্রশ্রয় দেবেন না। শ্রমিকরাই হচ্ছে বাংলাদেশের প্রাণ।

    বাংলার মেহনতী মানুষ এক হও শ্লোগানে বুধবার বিকেল থেকে আয়োজিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়ের আ জ ম নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চন্দন ধর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড: শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান, শফিক আদনান, কেন্দ্রীয় শ্রমীক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মাহাবুল হক এটলী।

    সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকলীগের সভাপতি বক্তেয়ার উদ্দিন খাঁন। এতে রেল শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লোকমান হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা জনসভায় অংশ গ্রহণ করে শ্লোগানে শ্লোগানে মাতিয়ে রাখে।

    বিএম/রাজীব সেন প্রিন্স…