লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন

    লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

    শনিবার (৪ মে) তার চোখে অস্ত্রোপচার করা হয় বলে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

    সূত্র জানায়, স্থানীয় সময় শনিবার প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

    গত বুধবার সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে যাত্রা করেন।

    ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

    ধারণা করা হচ্ছে, নাতি-নাতনিদের দেখতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাগনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন। তার একটি মেয়েও রয়েছে।

    প্রধানমন্ত্রীর এ সফরকে রাজনৈতিকভাবে খুবই গুরুপূর্ণ বলে মনে করছেন অনেকে।

    বিএম/রনী/রাজীব