সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বিটিভির সম্মানী চেক

    গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি সম্মানী চেক। চেকে বসানো অংকটি নিয়ে হাস্যরসে মেতেছে নেট দুনিয়া।চেকটিকে কেন্দ্র করে চলছে আলোচনা-সমালোচনা।

    জানা গেছে, একজন গীতিকারের কাছে পাঠানো রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল বিটিভির একটি সম্মানী চেক এটি।

    ওই সম্মানী চেকে জয়নুল আবেদীন নামের এক গীতিকারকে দেয়া হয়েছে মাত্র ১৫৮ টাকা।চেকটি প্রকাশ্যে আনেন গীতিকার নিজেই।

    সম্প্রতি ওই চেকের একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে জয়নুল আবেদীন লেখেন, ‘আজ ডাকযোগে পেলাম। বিটিভি থেকে পাঠিয়েছে ‘গীতিকার রয়্যালটি’। মাঝে মধ্যেই আসে। টাকার পরিমাণ এমনই। এগুলো ব্যাংকে জমা দিই না। এই হলো বাংলাদেশের গীতিকার/সুরকার/ শিল্পীদের মূল্যায়ন। আমাদের মতো অখ্যাত গীতিকার/সুরকার /শিল্পীর মূল্য এখন ১৫৮ টাকা। এর কোনো সমাধান মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনদিনই হবে না।’

    গীতিকার জয়নুল আবেদীনের ওই পোস্টে অনেকেই দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন।

    মন্তব্যের ঘরে শেখ আনিসুর রহমান নামে একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বিটিভিকে রূপপুর পারমানবিক কেন্দ্র প্রকল্পে পাঠানো উচিত। তবে মুল্যায়ন করা শিখবে।’

    মামুন নামে একজন মন্তব্য করেন, ‘এটা একজন শিল্পীর জন্যে অবমূল্যায়ন ছাড়া আর কিছুই নয়।’

    বিএম/রনী/রাজীব