বাস্তবতার প্রতিফলন নেই বাজেটে: সিপিডি

    সামগ্রিকভাবে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাস্তবতার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

    বৃহস্পতিবার বিকেলে সিপিডি কার্যালয়ে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

    দেবপ্রিয় বলেন, ‘অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট বাস্তবতার নিরিখে করার চেষ্টা করেছেন। তবে এতে সামগ্রিকভাবে বাস্তবতার প্রতিফলন ঘটেনি। বাজেটে উচ্চাঙ্ক্ষার কথা বলেছেন অর্থমন্ত্রী। তবে সেটা পূরণের জন্য সুনির্দিষ্ট প্রকল্প ও প্রস্তাবনার দরকার থাকলেও বাজেটে তা নেই। ফলে নির্বাচনী ইশতেহারের আলোকে তা অসম্পূর্ণই থেকে গেছে।’

    তিনি বলেন, ‘বাজেটে যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে ৩ কোটি নতুন কর্মসংস্থান তৈরি। কিন্তু, এটি কোন খাতে সৃষ্টি করা হবে, কিভাবে সৃষ্টি করা হবে, সরকারি না বেসরকারিভাবে হবে, গ্রামে না শহরে হবে, এই ধরনের সুনির্দিষ্ট কোনো কৌশলপত্র লক্ষ্য করা যায়নি।’

    তিনি আরও বলেন, ‘বাজেটে যেসব প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো কোন সময়ের মধ্যে, কিভাবে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে বলা নেই। যেমন, ব্যাংকিংখাতের কমিশনের কথা বলা হয়েছে, আলাপ-আলোচনা করে কমিশন গঠন করা হবে।’

    বিএম/এমআর