সাকিব-লিটনে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে জয় পেল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেএই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে জয় পেলবাংলাদেশ।

    উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে বার্তা দিয়ে রাখলো অস্ট্রেলিয়াকে। দুদিন বাদেই নটিংহ্যামে নিজেদের ষষ্ঠ ম্যাচে অজিদের মুখোমুখি হবে টাইগাররা।

    এর আগে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে৩১৯ রানের রেকর্ড তাড়া করে জয় পেয়েছিল মাশরাফিরা।

    সোমবার ইংল্যান্ডের টনটনে শাই হোপ, এভিন লুইস ও সিমরন হিতমারের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে৩২১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

    মাঠে বিপুল সংখ্যক বাংলাদেশী সমর্থক উপস্থিত ছিলেন

    টার্গেট তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৯৯বলে ১২৪ রান করেন সাকিব আল হাসান। এছাড়া ৬৯বলে ৯৪রান করেন লিটন কুমার দাস। ৪৮ রান করেন তামিম ইকবাল।

    উইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৫২ রান করেন তারা। ২৩ বলে ২৯ রান করে ফেরেন সৌম্য।

    এরপর দ্বিতীয় উইকেটে সাকিবকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন তামিম।৫৩ বলে ৪৮ রান করে রান আউট হয়ে ফেরেন তামিম। তার বিদায়ের পররানের খাতা খুলতে না খুলতেই আউট হন মুশফিকুর রহিম। সৌম্য সরকার, তামিম ইকবাল ওমুশফিকুর রহিমেরবিদায়ের পর লিটন দাসকে সঙ্গেনিয়ে দলের হাল ধরেন সাকিব।

    চতুর্থ উইকেটে তাদের অনবদ্য জুটিতে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। আর এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৬ হজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

    স্কোর:

    উইন্ডিজ ৩২১/৮ (৫০)

    ক্রিস গেইল ০ (১৩)
    এভিন লুইস ৭০ (৬৭)
    শেই হোপ ৯৬ (১২১)
    নিকোলাস পুরান ২৫ (৩০)
    শিমরন হিটমেয়ার ৫০ (২৬)
    আন্দ্রে রাসেল ০* (২)
    জেসন হোল্ডার ৩৩ (১৫)
    ড্যারেন ব্রাভো ১৯ (১৫)
    ওশানে থমাস ৬* (১১)

    বোলার
    মাশরাফি বিন মুর্তজা ৮-১-৩৭-০
    মোহাম্মদ সাইফুদ্দিন ১০-১-৭২-৩
    মোস্তাফিজুর রহমান ৯-০-৫৯-৩
    মেহেদী মিরাজ ৯-০-৫৭-০
    মোসাদ্দেক হোসেন ৬-০-৩৬-০
    সাকিব আল হাসান ৮-০-৫৪-২

    বাংলাদেশ ৩২২/৩ (৪১.৩)
    তামিম ৪৮ (৫৩)
    সৌম্য ২৯ (২৩)
    সাকিব ১২৪* (৯৯)
    লিটন দাস ৯৪* (৮৯)

    বোলার
    শেলডন কটরেল ১০-০-৬৫-০
    জেসন হোল্ডার ৯-০-৬২-০
    আন্দ্রে রাসেল ৬-০-৪২-১
    শ্যানন গ্যাব্রিয়েল ৮.৩-০-৭৮-০
    ওশানে থমাস ৬-০-৫২-১
    ক্রিস গেইল ২-০-২২-০

    ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

    সেরা খেলোয়াড় : সাকিব আল হাসান।

    বিএম/এমআর