কাল থেকে বাড়ছে স্বর্ণের দাম

    দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়বে।

    আজ বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

    এর আগে গত ১৮ জুন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছিল ৫০ হাজার ১৫৫ টাকা।

    বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৪ হাজার ৪৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৫২ হাজার ১৯৬ টাকা।

    ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দিন ১৪ জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য এর ৩ দিনের মাথায় ১৮ জুন সংগঠনটি প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়।

    নতুন ঘোষণা অনুযায়ী ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বাড়ছে ২ হাজার ৪১ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।

    বিএম/এমআর