চট্টগ্রামে যুবদলের পাঁচটি থানা ও ১৫টি ওয়ার্ডের আহবায়ক কমিটি অনুমোদন

    চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাঁচটি থানা ও ১৫টি ওয়ার্ডের আহবায়ক কমিটি অনুমোদন।

    বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম মহানগরের আওতাধীন বায়েজিদ, পাঁচলাইশ,চান্দগাঁও, খুলশী ও পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

    বায়েজিদ থানার আহবায়কের দায়িত্ব দেয়া হয় অরূপ বড়ুয়াকে, পাঁচলাইশ থানার আহবায়ক মোহাম্মদ আলী সাকী, চান্দগাঁও থানার আহবায়ক গুলজার হোসেন,খুলশী থানার আহবায়ক মো: হেলাল হোসেন, পাহাড়তলী থানার আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব রাজু খান।

    এতে আরো ১০ জন যুগ্ম আহবায়কসহ ৫১ জন সদস্যবিশিষ্ট থানা কমিটি শর্ত স্বাপেক্ষে আগামী ৪ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করে অনুমোদন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    সংগঠনকে ইউনিট পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ ১৫ টি ওয়ার্ড কমিটি অনুমোদন প্রদান করেন।

    ওয়ার্ডগুলি হলো :

    ২ নং জালালবাদ ওয়ার্ড আহবায়ক এম এম আলী, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড আহবায়ক মোহাম্মদ হাসান, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আহবায়ক আবু বক্কর বাবু, ৫ নং মোহরা ওয়ার্ড আহবায়ক মোহাম্মদ আকতার হোসেন, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আহবায়ক মো. মনছুর আলম, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আহবায়ক মো. জাবেদ হোসেন, ৮ নং শুলকবহর ওয়ার্ড আহবায়ক মো. সাদেক আহমেদ, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আহবায়ক মো. ইউনুস, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আহবায়ক মেজবাহ উদ্দিন, সদস্য সুচব আব তৌহিদ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আহবায়ক মো.মুজাহিদ, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আহবায়ক সাইফুল আলম, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আহবায়ক বাদশাহ আলমগীর, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আহবায়ক মো.জহিরুল ইসলাম, ৪২ নং নাছিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড আহবায়ক এস এম শাহবাজ, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আহবায়ক মো. ফয়সাল হোসেন মানিক এতে আরো ৯ জন যুগ্ম আহবায়কসহ ৩১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়।

    আগামী ৩ মাসের মধ্যে ইউনিট কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করে ওয়ার্ড কমিটির অনুমোদন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। (প্রেস বিজ্ঞপ্তি)