চবির কলা ভবনে আগুন!

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ইতিহাস বিভাগের কনফারেন্স রুমে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভবনের তিন তলায় ৩১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশন লিডার আবু জাফর বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ইতিহাস বিভাগের ৩১৫ নং কক্ষের সিলিং ফ্যান থেকে আগুনের সুত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে বিপদের আশঙ্কা ছিল। তবে তেমন কিছু হয়নি।

    বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সভাপতি বকুল চন্দ্র চাকমা বলেন- ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। এতে কেউ হতাহত হয়নি।

    বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, রুমের এসির ভেতরের ফ্যানে আগুন লাগে। এতে একটি প্রজেক্টর আর এসি নষ্ট হয়ে গেছে। প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    বিএম/রাজীব..