ঢাবিতে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

    ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকালও মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।

    মানববন্ধনে বক্তারা জানান, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে বৃহস্পতিবার স্মারকলিপি দেয়া হবে। মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

    মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানবন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান শিক্ষার্থীরা।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে এ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার বলেন, ‘আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, তাদের প্রকাশ্য শাস্তি চাই।’

    বিএম/এমআর