চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

    বিস্ফোরণে দগ্ধ

    চট্টগ্রামের বন্দর থানার কলসি দিঘীরপাড় ধামুপাড়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলেমেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন।

    রোববার (১৪ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

    আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনাটি ঘটে।’

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে দগ্ধ তিনজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসা হয়।

    তিনি আরও জানান, তিনজনের মধ্যে রাজিয়া ৫৫ শতাংশ, ইয়াছিন ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

    ধোঁয়ায় আহতদের শ্বাসনালীতে সমস্যা হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

    বিএম/এমআর