মুস্তাফিজ বিশ্বকাপের চতুর্থ সেরা বোলার

    শ্বাসরুদ্ধকর ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। এবারের আসরে বল হাতে উজ্জ্বল ছিলেন কারা? সেই খবরই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

    বল হাতে উইকেট শিকারের দিক থেকে দ্বাদশ বিশ্বকাপের শীর্ষ পাঁচ ক্রিকেটার পাঁচটি ভিন্ন দেশের। এই তালিকায় আছেন এক বাংলাদেশিও।

    সেরা ৫ বোলারের তালিকা

    ২৭ উইকেট শিকার করে সবার উপরে মিচেল স্টার্ক। অস্ট্রেলীয় এই পেসার সেমিফাইনালে বাদ না পড়লে উইকেট সংখ্যাকে হয়ত আরও উঁচুতে নিয়ে যেতে পারতেন। ফাইনাল পর্যন্ত নৈপুণ্য দেখিয়ে কিউই পেসার লকি ফার্গুসন আছেন দ্বিতীয় স্থানে। তিনি শিকার করেছেন মোট ২১টি উইকেট।

    চ্যাম্পিয়ন দলের সদস্য জফরা আর্চার আছেন তৃতীয় স্থানে। তিনি শিকার করেছেন ২০টি উইকেট। তার সমান সংখ্যক উইকেট শিকার করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। অবশ্য আর্চারের বোলিং গড় অপেক্ষাকৃত বেশি ভালো হওয়ায় মুস্তাফিজ আছেন বিশ্বকাপের শীর্ষ বোলারদের চতুর্থ স্থানে।

    পঞ্চম স্থানে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। তার শিকারে আছে মোট ১৮টি উইকেট। ইংলিশ ক্রিকেটার মার্ক উডও শিকার করেছেন সমান সংখ্যক উইকেট। তবে বোলিং গড়ে এগিয়ে থাকায় শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন বুমরাহ।

    বিএম/এমআর