ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

    ফিরোজ কবীর স্বাধীন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ফিন্যান্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

    শুক্রবার (২৬ জুলাই) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

    ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। তিনি সেখানে বেশি অসুস্থ হয়ে পড়লে গত ১৮ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। তিনি ঢামেকের আইসিইউতে ছিলেন। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে প্রাধ্যক্ষ বলেন, ‘ফিরোজের মৃত্যুর সংবাদটি শুনেছি। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনার। রাজধানীর স্কয়ার হাসপাতালে সে মারা যায়।’

    উল্লেখ্য, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। সরকারি হিসাবে এ সংখ্যা ৮।

    বিএম/এমআর