ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে বিএনপিকে দুষছে সরকার

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে ছেলেধরার মতো গুজব বলছে। ডেঙ্গুতে মানুষ মরছে, তারা এর পেছনে বিএনপির যড়ষন্ত্র খুঁজছে।

    শনিবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণবিতরণ শেষে তিনি একথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ‘বন্যার্ত এলাকায় ত্রাণ সংকট দেখা দিলেও সরকারের মন্ত্রী-এমপিদের দেখা নেই। তারা ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত।’

    তিনি বলেন, ‘সরকারের হামলা-মামলা আর নির্যাতনে বিএনপি আজ প্রায় নিঃস্ব হয়ে গেছে। এরপরও পরিকল্পিতভাবে বিরোধী মতের নেতাকর্মী দমন করা হচ্ছে। এত নির্যাতন সত্ত্বেও বিএনপি এদেশের মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছে।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে আইনের শাসন নেই বলেই গণপিটুনির ঘটনা ঘটছে। যে দেশে সন্তানের সামনে মাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, সেখানে আইনের শাসন আছে বলে আমার মনে হয় না।’

    খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি আরও বলেন, ‘ভোট ৩০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে। এ সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন দিতে হবে।’

    এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ম-সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাব্বি দুলু, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সম্পাদক হাফিজার রহমান বাবলা, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ।

    বিএম/এমআর