রাউজানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের দাফন সম্পন্ন

    রাউজানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের দাফন সম্পন্ন

    রাউজানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্বা আবদুল কুদ্দুসের জানাযা এবং দাফন সম্পন্ন।

    রাউজান লস্কর উজীর বাড়ীর বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস (৬৫) শনিবার রাত সাড়ে বারোটার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রাউজান উপজেরা প্রশাসনের পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলি

    মরহুমের তিন মেয়ে এবং এক ছেলে রয়েছেন। তিনি দৈনিক ভোরের দর্পন পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান নুর মোহাম্মদ রানার চাচা।

    মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের জানাযার নামাজ

    আজ রাউজান উপজেলা প্রশাসন এবং রাউজান থানা পুলিশের পক্ষথেকে মরহুমের কফিনে ফুল ও গার্ড অফ অনার প্রদান করা হয়।

    গার্ড অফ অনার

    লস্কর উজির বাড়ির আকবর আলী গোমাস্তা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    মরহুমের মৃত্যুতে রাউজানের মুক্তিযোদ্ধারা এবং স্থানীয় জনসাধারণ গভীর শোক প্রকাশ করেছেন।

    বিএম/এমআর

    আরোঃ সৌদি আরবে ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু