সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ১০ সেনা সদস্য নিহত

    পাকিস্তানে দুটি পৃথক সন্ত্রাসী হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে।

    শনিবার (২৭ জুলাই) পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে বলে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর)-এর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ‘জিনহুয়া’

    পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম সহযোগী আইএসপিআর ওই বিবৃতিতে জানায়, পাক-আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার গুরবাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া সন্ত্রাসী হামলায় ৬ নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে।

    স্থানীয় উর্দু টেলিভিশন চ্যানেল ‘এআরওয়াই’তে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, সীমান্ত পাহারার সময় অতর্কিতভাবে হামলার শিকার হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

    আরেকটি পৃথক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের টারবাট অঞ্চলে চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। ওই অঞ্চলে সন্ত্রাস নির্মূল অভিযান পরিচালনা করতে গেলে হামলার শিকার হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

    পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া হামলায় এখনো কোনো সন্ত্রাসী সংগঠন দায় স্বীকার করেনি।

    বিএম/এমআর