সীতাকুণ্ডতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

    সীতাকুণ্ড প্রতিনিধি : আফ্রিকান মাগুর আমদানি, পোনা উৎপাদন, চাষ, বহন, বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা সত্ত্বেও সীতাকুণ্ডের বিভিন্ন হাট বাজারে দেদারচে বিক্রি হচ্ছে এসব মাছ। চাষ হচ্ছে বিভিন্ন জলাশয়ে। এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ীরা বিভিন্ন হাট-বাজারে বেশি লাভের আশায় এসব নিষিদ্ধ মাছ বিক্রি করে আসছে।

    বুধবার (৩১ জুলাই) উপজেলার বাড়বকুণ্ড হাট থেকে ২০ কেজি আফ্রিকান মাগুর মাছসহ মো. ফুল মিয়া নামে এক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে আটককৃত মাছগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ বিক্রেতা মো. ফুল মিয়ার কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মো. রুহুল আমিন ও লিফ মো. কাজী ছাব্বির আহমদ।

    উল্লেখ্য যে, দেশীয় মাছ সংরক্ষণে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় গত দুই বছর আগে আফ্রিকান মাগুর আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

    বিএম/কামরুল/আরএস..