সোমবার থেকে ট্রেনের ফিরতি টিকিট

    ঈদ যাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট (সোমবার) থেকে। যেসব ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে, সেসব ট্রেনের ফিরতি টিকিট দেওয়া হবে।

    শুক্রবার (২ আগস্ট) কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান।

    মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘ট্রেনের ফিরতি টিকিট বিক্রি হবে ৫ আগস্ট থেকে। এদিন পাওয়া যাবে ১৪ আগস্টের টিকিট, ৬ আগস্ট বিক্রি হবে ১৫ আগস্টের টিকিট, ৭ আগস্ট বিক্রি হবে ১৬ আগস্টের টিকিট, ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকিট এবং ৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকিট।’

    তিনি আরও বলেন, ‘ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাত্রীর চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি স্পেশাল সার্ভিস চালু হয়ে যাবে ঈদের চার দিন আগে থেকে।

    উল্লেখ্য, গত ২৯ জুলাই থেকে শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার বিকেল ৪টার মধ্যে শেষ হচ্ছে অগ্রিম টিকিট বিক্রি।

    এদিকে, যাত্রীদের সুবিধার্থে এবারও পাঁচ স্থান থেকে দেওয়া হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট। সেগুলো হলো কমলাপুর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন, বিমানবন্দর স্টেশন এবং ফুলবাড়িয়া পুরাতন রেল ভবন।

    বিএম/এমআর