১০ আগস্ট পবিত্র হজ

    সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১১ আগস্ট ঈদুল আজহা পালন করবে সৌদি আরববাসী।

    সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এ তারিখ ঘোষণা করেছে।

    হজ পালনের উদ্দেশ্যে আগামী ১০ আগস্ট মক্কা নগরীর আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ সমবেত হবেন। ১১ আগস্ট পশু কোরবানির মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

    পহেলা জিলহজ্ব থেকে সাতদিন পর মিনায় অবস্থানের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজিরা পালন করবেন হজের আনুষ্ঠানিকতা।

    সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে। সে হিসাবে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে।