মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটাচ্ছে ডিসি

    চট্টগ্রাম মেইল : মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ ৩ আগষ্ট শনিবার দুপুরে নগরির বড় পাইকারী বাজার খাতুনগঞ্জে মশক নিধন কর্মসূচী পরিচালনা করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

    মশক নিধন স্প্রে নিজের কাঁধে নিয়ে খাতুনগঞ্জ বাজারের বিভিন্ন দোকানের আঙ্গিনায় জেলা প্রশাসক নিজ হাতেই ওষুধ ছিটিয়ে মশক নিধন রোধ কর্মসূচির শুভ সূচনা করেন।

    এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাসহ খাতুনগঞ্জ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছগির আহম্মদ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

    অভিযানকালে, ব্যাবসায়ীদের ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনাসহ চারপাশ পরিষ্কার রাখতে প্রচারণা চালান জেলা প্রশাসক। একইসাথে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জাানান।

    চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, দেশের বৃহৎ এ পাইকারী ভোগ্যপণ্যের বাজারে হাজার হাজার মানুষ এখানে কাজ করে। তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি, তাদের মাধ্যমেই যদি এদের পরিবার পরিজনকে সচেতন করা যায় তাহলে চট্টগ্রামকে মশক মুক্ত করতে অনেকটাই ভুমিকা রাখা যাবে।

    জেলা প্রশাসক বলেন, সে লক্ষ্যেই আজ শনিবার খাতুনগঞ্জ বাজার থেকে মশক নিধন কার্যক্রম শুরু করেছি। এ প্রক্রিয়া বর্ষা মৌসুম যতদিন থাকবে এবং যতদিন পর্যন্ত ডেঙ্গুর প্রভাব থাকবে ততদিন পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্দ্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    বিএম/রাজীব সেন প্রিন্স..