সাদার্নে কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    বিএম ডেস্ক : সাদার্ন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষা বিভাগের উদ্যোগে“ ইয়ূথ লিডারশিপ ইন কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক” বিষয়ক কর্মশালা গতকাল শনিবার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ স্টাডিস কোর্সের অংশ হিসেবে সামাজিক উন্নয়নে যুব নেতৃত্ব ও কর্মকাণ্ডের পরিধি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়।

    এতে রিসোর্স পারসনস ছিলেন ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ের শিক্ষক ও সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, একাডেমিক উপদেষ্টা ড. মার্ক বার্থোলোমিউ, নাট্যব্যক্তিত্ব ও দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী এবং ইয়ূথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ব্যবস্থাপক মো. আবদুস সবুর।

    সাধারণ শিক্ষা বিভাগের প্রধান ড. সাখাওয়াত উল্লাহ চৌধুরীর পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন ইউনিভার্সিটির ইংরেজি, ইইই, কম্পিউটার সায়েন্স, ফার্মেসি, আইন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা । পরে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন আমন্ত্রিত প্রশিক্ষকবৃন্দ।

    বিএম/আরএস..