ঈদে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

    ঈদের সময় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর প্রকোপ ঢাকাতেই বেশী। ঈদে সবাই ঢাকা ছাড়বে। তাদের মাধ্যমেই সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। তাই প্রতিটি জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে যথাযথ ব্যবস্থা নেয়ার নিদের্শ দেওয়া হয়েছে।

    সোমবার (৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, ডেঙ্গু পরীক্ষায় এখন আর কিটের কোনো সংকট নেই। ইতিমধ্যে প্রায় ৪ লাখ কিট দেশে আনা হয়েছে। প্রতিটি জেলায় কিট পৌঁছে দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমে এসেছে। খুব শিগগিরই সব নির্মূল হয়ে যাবে।

    তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। তাই ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আক্রান্তের হারও কমেছে।

    হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সিভিল সার্জন ডা আনোয়ারুল আমিন আখন্দ প্রমুখ।

    বিএম/এমআর