দুই সপ্তাহের ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    কুবি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৬ আগস্ট) থেকে আগামী ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত চলবে এ ছুটি। তবে ১৬ আগস্ট থেকে প্রশাসনিক সকল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সুত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষা কার্যক্রম কার্যক্রম শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার কথা জানিয়েছে হল প্রশাসন। ছুটি শেষে আগামী ১৭ আগস্ট থেকে হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

    প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

    বিএম/এম কে/ আর এস..