ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা অনুদান দিলেন সালাহ

    মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সম্প্রতি সন্ত্রাসী হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালটি মেরামতের জন্য আড়াই কোটি পাউন্ড (২৫ কোটি টাকা) অনুদান প্রদান করেছেন ইংলিশ ক্লাব লিভারপুল তারকা মোহামেদ সালাহ।

    লিভারপুল ইকো ও কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মোহামেদ এলকোস্ট সালাহর এই অর্থ সহায়তার খবর নিশ্চিত করেছেন। সালাহর দেয়া অনুদান হাসপাতালটি মেরামতের অর্ধেক খরচ মেটাতে পারবে বলে আশা করা হচ্ছে।

    গত রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় হাসপাতাল ভবনের সামনে বিস্ফোরক বোঝাই এক গাড়ি ভবনে আঘাত হানলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। এতে হাসপাতাল ভবনের বেশ কিছু অংশের ক্ষতি হয়।

    বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতাল ভবন মেরামতের ঘোষণা দেয়া হয়। তারপর সরকারের পাশে দাঁড়িয়ে হাসপাতাল ভবন মেরামতের জন্য মোহাম্মদ সালাহ অনুদান দেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রচারিত হয়েছে।

    বিএম/এমআর