বিকেল ৫ টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারনের ঘোষণা মেয়রের

    চট্টগ্রাম মেইল : বন্দর নগরী চট্টগ্রামের প্রধান সড়কগুলো থেকে বিকেল ৫ টার মধ্যে কোরবানির বর্জ্য শতভাগ অপসারন করা হবে ঘোষনা দিয়েছেন সিটি মেয়র। তাছাড়া নগরীর অলি গলিতে ঈদের দিন রাত ১২টার মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারিত করতে হবে যা নিজেই তদারকি করছেন বলে জানান তিনি।

    শনিবার দুপুরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সরেজমিনে জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে এ ঘোষনা দেন।

    মেয়র আ জ ম নাছির বলেন, এবার শতভাগ কোরবানি বর্জ্য অপসারণ নিশ্চিতে বিভাগীয় সেল খোলা হয়েছে। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সেলের অধীনে সার্বিক দায়িত্ব পালন করবে পরিচ্ছন্ন বিভাগ।

    এছাড়া এবছর চট্টগ্রাম নগরীর বর্ঝ্য অপসারনে প্রায় ৩ হাজার কর্মী কাজ করবেন বলে জানান মেয়র। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে প্রধান এ ঈদ জামাতের প্রস্তুতির বাকী কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বলতে গিয়ে মেয়র আরো বলেন,  নগরীর ৪১ ওয়ার্ডকে চারটি সেলে ভাগ করে চার জন কাউন্সিলরকে সেল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। ঈদের দিনসহ পরবর্তী দুই দিন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে গঠিত সেল সার্বিক তত্ত্বাবধানের থাকবে বলে জানান সিটি মেয়র। মেয়র কেন্দ্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারক করবেন বলেও জানা গেছে।

    ঈদ জামাতের প্রস্তুতি উপলক্ষে মেয়র বলেন, চট্টগ্রামে পবিত্র ঈদের প্রথম ও প্রধান জামাত নগরীর দামপাড়ায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়াও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর ৪১টি ওয়ার্ডে ১৬৯ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

    প্রাকৃতিক বৈরী আবহাওয়া, প্রবল বৃষ্টিপাতের বিষয়টি মাথায় রেখে জামাত স্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। জননিরাপত্তায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক দায়িত্ব পালন করবে।

    পরিদর্শনের সময় চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সহকারি রায়হান ইউসুফ, চসিক নির্বাহি প্রকৌশলী ঝুলন দাশ, নির্বাহি প্রকৌশলী সুদীপ বসাক, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, রাজস্ব কর্মকর্তা মো নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।

    বিএম/রাজীব..