আজ সড়কে ঝরল ২৪ প্রাণ

    দেশের ৯ জেলা ফেনী, ফরিদপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরব, ভোলা, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টায় ফেনীতে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন।

    দুর্ঘটনার শিকার ওই বাসটি ঢাকার পল্লবী থেকে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যাচ্ছিল। পথে বাসটি ফেনী সদরের লেমুয়া ইউনিয়নে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ৮ জন নিহতসহ ২৪ জন আহত হয়। আহতদের মধ্যে ২১ জন ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান খান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    অপরদিকে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভাঙ্গার চৌরাস্তা থেকে ফরিদপুর শহরের দিকে যেতে ৫শ গজ দূরে নওয়াপাড়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে এক বাসের চালকসহ ৩ জন মারা গেছে। আহত হয়েছে ৩১ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    একই জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারি ডাঙ্গী এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় সত্তার মোল্যা (৪০) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।

    সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এদিকে সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে ৪টি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

    বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকাতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

    কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, দুপুরের দিকে কিশোরগঞ্জের চামড়াবন্দর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ভৈরব যাচ্ছিল। পথে ভিটিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এ ঘটনায় ৩ জন নিহত সহ ৪ জন আহত হয়।

    আরও জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ যাত্রী।

    ভোলা জেলায় মাহিন্দ্রচাপায় পারভেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

    টাঙ্গাইলের সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    গোপালগঞ্জে প্রাইভেটকার চাপায় তুহিন মোল্লা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তুহিন মোল্লার স্ত্রী সখি বেগম (২৫)। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ সরকার জানান, কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে তুহিন মোল্লা স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোপালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তুহিন মোল্লা নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

    এছাড়া ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাসচাপায় সিরাজ (৪৫) ও জায়েদ (৬) নামে দুইজন নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ইমাদপুর মোদকবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিএম/এমআর