খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা

    খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে খাগড়াছড়ি বিচার বিভাগ ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি।

    দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি বিচার বিভাগ ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি উদ্যোগে খাগড়াছড়ি অফিসাস ক্লাবে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা দায়রা জজ রেজা মো: আলমগীর হাসান। বিশেষ অতিথি ছিলেন চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম জিললুর রহমান, এড. বিধান কানোন গো।

    এসময় অনুষ্ঠানে বক্তরা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার আহবান জানান এবং সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

    পরে শোক সভায় কোরআন তেলাওয়াত করা হয় এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির কল্যাণে মঙ্গল কামনা করা হয়।

    বিএম/বিপ্লব/আরএস..