নীলফামারীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালিত

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী।

    ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে রাষ্ট্রের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এরপর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

    এসময় সেখানেই এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখান থেকেই একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

    র‌্যালীতে জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে জেলা শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিএম