বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে দেয়া হয়নি কাদের সিদ্দিকীকে

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম আজ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে পারেননি। ৩০মিনিট গেটে দাঁড় করিয়ে নিরাপত্তাকর্মিরা তাকে জানান ভিতরে যাবার অনুমতি তার নেই। কাদের সিদ্দিকীর সহকর্মী হাবিব উন নবী সোহেল এ তথ্য জানান।

প্রতি বছর জাতীয় শোক দিবসে একাত্তরের বাঘা সিদ্দিকীখ্যাত কাদেরিয়া বাহিনীর প্রধান ও ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের নায়ক কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু ভবনে গিয়ে আছরের নামাজ পড়েন ও দোয়া দরুদ পড়েন। বঙ্গবন্ধুর কন্যাদের সাথেও তিনি দেখা করতেন।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় তিনি গেলে তাকে গেটে দাঁড় করিয়ে নিরাপত্তা রক্ষীরা ৩০ মিনিট পর ভিতর থেকে এসে জানান, তার ভিতরে যাবার অনুমতি নেই।তিনি তখন তার বাসায় চলে যান। সে সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় ছিলেন।

বিএম…