বনানী কবরস্থানে স্বজনের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (১৫ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত মা ভাইবোনসহ স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান।

    পরে মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও দলের সিনিয়র নেতাদের নিয়ে কবরের সবুজ গালিচায় ফুলের পাঁপড়ি ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় ফাতিহা পাঠ ও মোনাজাত করা হয়।

    পরে শেষে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

    আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদেরসহ অন্যান্যরা।

    এর আগে জাতীয় শোক দিবসের কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৬ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বিএম/এমআর