রাউজানে ৭৫ পরিবারকে সহায়তা দেন ফজলে করিম

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৫ পরিবারের হাতে সহায়তা তুলে দিয়েছে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    প্রতিটি পরিবারকে নগদ ৬ হাজার টাকা ছাড়াও পূনবাসনে প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন এমপি।

    ফজলে করিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্নছিল এদেশকে দরিদ্রমুক্ত করে প্রতিটি মানুষকে সুখি সমৃদ্ধশালী করার। ৭৫ সালের ১৫ আগস্টের এদিনে ঘাতকরা তাকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে তার সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল।

    ইতিহাসের লোমহর্ষক নির্মম ওই হত্যাকাণ্ডের ঘটনায় বঙ্গবন্ধুকে জাতি হারালেও তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

    জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা পরিষদের পক্ষ থেকে দুর্গতদের মাঝে নগদ টাকা ও ডেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেসানুল হায়দার বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি এহসান মুরাদ, ওসি কেপায়েত উল্লাহ প্রমূখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা হাবিবুর রহমান।

    বিএম/এ হামজা/আরএসপি..