তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু

    দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

    বৃহস্পতিবারের (২২ আগস্ট) কার্যতালিকায় তাদের নাম রাখা হয়নি।

    এই তিন বিচারপতি হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে জহুরুল হক।

    একই সঙ্গে, তদন্তের স্বার্থে তাদেরকে সব ধরনের বিচারকাজ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, তাদের (তিন বিচারপতি) নাম আজকের কার্যতালিকায় নেই। আমি এ টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।

    এ বিষয়ে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি রাষ্ট্রপতির ও প্রধান বিচারপতির এখতিয়ার উল্লেখ করে কোন মন্তব্য করতে রাজি হননি।

    বিএম/এমআর