২৪ আগষ্ট ২০১৯

    ইতিহাসের এই দিনে আগষ্ট মাস

    আজ শনিবার, ২৪শে আগস্ট ২০১৯ ইং , ৯ই ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ২২শে জিলহজ্জ ১৪৪০ হিজরী।  একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

    জন্ম

    অস্টেলীয় ক্রিকেটার টম কেন্ডল জন্ম গ্ৰহন করেন।

    আর্জেন্টিনীয় সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেস জন্ম গ্ৰহন করেন।

    স্কটিশ ফুটবলার ও ফুটবল ম্যানেজার টমি ডোচার্টি জন্ম গ্ৰহন করেন।

    ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত জন্ম গ্ৰহন করেন।

    মার্কিন অভিনেত্রী অ্যান আর্চার জন্ম গ্ৰহন করেন।

    দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারআদ্রিয়ান কুইপার জন্ম গ্ৰহন করেন।

    মার্কিন অভিনেত্রী, লেখিকা ও সমাজকর্মী মার্লি ম্যাটলিনজন্ম গ্ৰহন করেন।

    ভারতীয় প্রমীলা ক্রিকেটারপুনম যাদব জন্ম গ্ৰহন করেন।

    মৃত্যু

    চিলির রাষ্ট্রপতি আর্তুরো আলেস্‌সান্দ্রির মৃত্যু হয়।

    জাপানি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার কেনজি মিজোগুচি এর মৃত্যু হয়।

    দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার সিরিল ভিনসেন্ট এর মৃত্যু হয়।

    মার্কিন অভিনেতা লিওনার্ড ফ্রে এর মৃত্যু হয়।

    বাংলাদেশী রাজনীতিবিদ ও সমাজকর্মী আইভি রহমান এর মৃত্যু হয়।

    ব্রাজিলীয় ফুটবলার নিউটন ডি সর্দির মৃত্যু হয়।

    ঘটনাবলি

    ইংরেজি ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান।

    মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

    জার্মান বাহিনী বিশ্বযুদ্ধে নামুর দখল করে।

    ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হয়।