ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত বাতিল

    লাভজনক না হওয়ায় কুমিল্লা দিয়ে ভারতের ত্রিপুরা থেকে ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ।

    পাশাপাশি আগামীতে ভারত থেকে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ আমদানির বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নীতিনির্ধারকরা।

    সোমবার (২৬ আগস্ট) সকালে বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বাংলাদেশে উৎপাদিত চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ ভারতে রপ্তানির বিষয়েও দেশটির আইনি কোনো জটিলতা নেই বলে সভায় জানানো হয়।

    ২০১৩ সালের অক্টোবরে প্রতিবেশী দেশ ভারত থেকে আন্তঃ সীমান্ত গ্রিড উপকেন্দ্র সংযোগের মাধ্যমে, আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ।

    এরপর থেকে, ভারতের বহরমপুর-ভেড়ামারা আন্তঃ সীমান্ত এবং ত্রিপুরা থেকে কুমিল্লা হয়ে বর্তমানে মোট এক হাজার ১৬০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ আমদানি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবেশী দেশটির সাথে বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে গঠন করা হয়।

    বিএম/এমআর