উদ্ধার হয় ৩০ হাজার লিটার বাংলা মদ
    অনুপের মদের আস্তানায় র‌্যাবের হানা,আটক ৪৫

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের পুরাতন ফিশারিঘাটের আলোচিত অনুপ বিশ্বাসের মাদক আস্ততানায় অবশেষে হানা দিয়েছে র‌্যাবের বিশেষ টিম। অভিযানের নেতৃত্বে দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্ত।

    রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার স্বর্তে মদ বিক্রির লাইসেন্স নিলেও সোমবার রাত সাড়ে ১১টার সময় র‌্যাবের টিম অভিযান শুরু করলে তখনও অনুপের বার খোলা পাওয়া যায় এবং শতাধিক মাদক সেবী তখনও সেবনে ব্যস্ত থাকতে দেখা যায়।

    তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফিশারিঘাটের মাদক সম্রাজ্যের রাজা অনুপ বিশ্বাসসহ অনেক মাদক সেবী পালিয়ে যায়।

    চট্টগ্রাম নগরীর কোতায়ালী থানাধীন ফিসারীঘাটের আলোচিত এ মদের আস্তানায় প্রায় এক ঘন্টার অভিযানে এ পর্যন্ত (রাত সাড়ে ১২টায়) মাতাল অবস্থায় ৪৫ জনকে আটক করেছে র‌্যাব। এছাড়া প্রায় ৩০ হাজার লিটার বাংলা মদ উদ্ধার করে।

    অভিযান এখনও অব্যাহত রয়েছে জানিয়ে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বাংলাদেশ মেইল ডট নিউজকে বলেন, মাদকের এ আস্তানার প্রধান হোতা অনুুুপ বিশ্বাস ও তার প্রধান সহযোগী সাগর দাশকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    অভিযানের বিস্তারিত আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বললেন এ কর্মকর্তা।

    বিএম/রাজীব..