এমপি’র ডিপোতে চালক হত্যাকান্ডে মাসুমের বিরুদ্ধে মামলা

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য দিদারুল আলমের গাড়ির ডিপোতে চালক হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার রাতে সীতাকুণ্ড থানায় নিহত প্রাইম মুভার ট্রাকের চালক শাহজাহানের স্ত্রী শাহিদা আক্তার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে সাংসদের মালিকানাধীন গাড়ির ডিপো ‘দিদারুল আলম ব্রাদাসে’র ফোরম্যান মো. মাসুমকে (২৮) আসামি করা হয়।

    মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ। তিনি বলেন দায়েরকৃত মামলায় নিহত চালকের স্ত্রী অভিযোগে উল্লেখ করেছেন পূর্ব শত্রুতার জেরে ফোরম্যান মো. মাসুম শাহজাহানকে বুকে গুলি করে হত্যা করেছে। মৃত্যুর আগে মুমুর্ষ অবস্থায় এ তথ্যটি তার স্বামী তাকে জানিয়ে গেছেন বলে অভিযোগে জানায় নিহতের স্ত্রী শাহিদা।

    এদিকে সহকর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সাংসদ দিদারের মালিকানাধীন তাহসিন এন্টারপ্রাইজের প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চালকরা। আসামিকে গ্রেফতার না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করবে প্রায় তিন শতাধিক চালক এবং শ্রমিকরা। চলাচল বন্ধ রয়েছে সাংসদের মালিকানাধীন সকল প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার।

    এ বিষয়ে চট্টগ্রাম প্রাইম মুভার, ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জানিয়েছেন এ হত্যাকান্ডের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিকালে জরুরি সভা ডেকেছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

    উল্লেখ্য : ২৮ আগষ্ট দুপুরে সীতাকুণ্ড উপজেলার টোল রোডে সাংসদ দিদারের মালিকানাধীন গ্যারেজ মেসার্স দিদারুল আলম ব্রাদার্সে শাহজাহানকে গুলি করা হয়। গুলিবিদ্ধ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সহকর্মীরা তাকে প্রথমে নগরীর বেসরকারি আল আমিন হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে বিকেল ৪টার সময় নেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

    বিএম/কেআইডি/আরএসপি…