রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে নেয়া হবে না

    রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা ভাসানচরে গেলেও সংকটের শেষ হবে না। এটি হবে সাময়িক সমাধান। এবার বর্ষায় ভূমিধসের সম্ভাবনার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চেয়েছিলেন। সেখানে রোহিঙ্গারা গেলে তাদের রুজি-রোজগারের ব্যবস্থা হতো।

    ড. মোমেন বলেন, সেখানে (ভাসানচরে) রোহিঙ্গারা যেতে রাজি হয়নি। এ বিষয়ে এনজিওরা বাধা দিয়েছে। কারণ, সেখানে তাদের জন্য ফাইভ স্টার হোটেলের ব্যবস্থা নেই।

    এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মহাসমাবেশের পরে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। কেউ যদি রোহিঙ্গাদের ফিরে যেতে বাধা দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    বিএম/এমআর