ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

    আসন্ন টি-২০ ত্রিদেশীয় সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার ইয়াসিন আরাফাত মিশু।

    টি-২০ স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসানকে দলে রাখা হয়েছে।

    ২০ বছর বয়সী ইয়াসিন আরাফাত মিশু সম্প্রতি বাংলাদেশ ইমার্জিং টিমের হয়ে খেলেছেন শ্রীলঙ্কা ইমার্জিং টিমের বিপখে। এছাড়া আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন এ ডানহাতি পেসার। ছয় ফুটেরও অধিক উচ্চতার এ পেসার এখন পর্যন্ত খেলেছেন ৭ টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৬ টি লিস্ট-এ ম্যাচ। এর আগে ২০১৮ সালে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি।

    অন্যদিকে তাইজুল ইসলাম টেস্টে নিয়মিত হলেও আন্তর্জাতিক টি-২০ তে এখনো অভিষেক হয়নি তার। এখন পর্যন্ত খেলেছেন ২৫ টেস্ট আর ৬ ওয়ানডে।

    ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। স্বাগতিক বাংলাদেশের সাথে অপর দুই প্রতিযোগী আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে দুই দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

    ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। অবশ্য ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার আগে ১১ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

    ১৩ সদস্যের বাংলাদেশ দলঃ

    সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।

    বিএম/এমআর