শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করছেন জানতে চান জেলা প্রশাসক!

    চট্টগ্রাম মেইল : মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে এবং ঝরে পড়া রোধকল্পে আনোয়ারা উপজেলায় শিক্ষা উপকরণ বিতরণ এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে নৈতিকতা শিক্ষার ডায়েরী তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

    এসময় বিদ্যালয়ে মিড ডে মিল সুনিশ্চিত করার জন্য এবং কোন শিক্ষার্থী যেন অভূক্ত থেকে ক্লাসে বসে না থাকে সেদিকে খেয়াল রাখতে শিক্ষকদের প্রতি বিশেষ নজর দিতে বলেন জেলা প্রশাসক। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করছেন এ বিষয়েও প্রধান শিক্ষকদের কাছে জানতে চেয়েছেন তিনি।

    উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

    মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিশুদের প্রতি আরো আন্তরিক ও যত্নবান হয়ে পাঠদানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রত্যেক শিশুই কোন না কোন বিষয়ে সম্ভাবনাময়। তাদের সুপ্ত সম্ভাবনাকে সামনে তুলে ধরতে মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজনের আহবান জানান তিনি।

    তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন” সেক্ষেত্রে নিজেদের সমস্যাগুলো নিজেরা চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করলে নিজেদের দূর্বলতা খুঁজে বের করে তার সমাধানে এগিয়ে আসলে আশু সমাধান সম্ভব।

    প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসকের নুতন উদ্যোগ“ নৈতিকতা শিক্ষা ডায়েরি” তুলে দেন প্রধান শিক্ষকদের হাতে। এরপর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বেঞ্চ তুলে দেন তিনি। এর আগে এ সময় গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পোষাক ও টিফিন বক্স বিতরণ করেন জেলা প্রশাসক।

    আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে তিনি বলেন,“মায়েরাই সবচেয়ে বড় শিক্ষক, একজন মায়ের সঠিক দিক নির্দেশনাই পারে তার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে। সেখানেও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা শিক্ষা ডায়েরি তুলে দেন জেলা প্রশাসক। পরে নবনির্মিত প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষের উদ্বোধন করেন তিনি।

    এ সময় শিক্ষার্থীদের হাতে খেলনা সামগ্রি তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক।

    আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় প্রতিনিধিগণ।

    বিএম/আরএসপি..