হালদা নদী থেকে উদ্ধার ঘেরজাল পুড়িয়ে ধ্বংস

    রাউজান প্রতিনিধি : এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে উদ্ধার হওয়া দেড় হাজার মিটার ঘেরজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান উপজেলা পরিষদ মাঠে ঘেরজালগুলোতে আগুণ লাগিয়ে ধ্বংস করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস অফিসের ফিল্ড অফিসার রুবেল কান্তি বৈদ্য, বোরহানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য হালদা নদীতে ঘের জাল বসানোর সংবাদ পেয়ে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট, মগদাই এবং উরকিরচর ইউনিয়নের আবুরখীল এলাকায় অভিযান চালিয়ে দেড়হাজার মিটার ঘেরজাল উদ্ধার করা হয়। পৃথক এসব অভিযানের নেতৃত্ব দিয়েছেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস অফিসের ফিল্ড অফিসার রুবেল কান্তি বৈদ্য ও বোরহানুল হক চৌধুরী।

    বিএম/আর এস.