ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন ও স্প্রে দিলেন এস আলম গ্রুপ

    চট্টগ্রাম মেইল : ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের লক্ষ্যে বিশেষ উদ্দ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।আর এ উদ্দ্যেগকে সফল করতে হাত বাড়িয়ে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ এস আলম।

    এস আলম গ্রুপের সৌজন্যে প্রতিটি উপজেলায় মশক নিধনে দুইটি করে ফগার মিশিন ও মশার লারভা নিধনে চারটি করে স্প্রে মেশিন সরবরাহ করা হয়েছে।

    চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্দ্যেগে এস আলম গ্রুপের সৌজন্যে চট্টগ্রাম জেলায় মোট ৩০ টি ফগার মেশিন ও ৮০ টি স্প্রে মেশিন দেয়া হয়।

    আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা নির্বাহি কর্মকর্তাদের হাতে ওষুধ, রিএজেন্টসহ মশা নিধনের সামগ্রী তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

    এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ডেঙ্গু প্রতিরোধে সারা বছর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, এতে একদিন উন্নত দেশের মতো আমাদের দেশ থেকেও এডিস মশা বিলুপ্ত হয়ে যাবে।

    বিএম/আরএসপি…