পটিয়ায় র‌্যাবের অভিযানে দাহ্য পদার্থ উদ্ধার,গ্রেফতার ১

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা এলাকায় র‌্যাব-৭ এর একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান দাহ্য পদার্থ উদ্ধার করেছে।

    উদ্ধারকৃত দাহ্য পদার্থের মধ্যে ১৩ হাজার লিটার অকটেন, ১ হাজার ৮শ লিটার ইঞ্জিন অয়েল, ৬ হাজার ৪শ লিটার ডিজেল, ৪ হাজার লিটার কেরোসিন ও ৮শ লিটার থিনার রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ২৩ হাজার টাকা।

    এসময় কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের মৃত অলি আহমদের পুত্র মো. ইসমাইল (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব।

    জানা যায়, উপজেলার মনসা এলাকায় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে দীর্ঘদিন ধরে চোরাই দাহ্য পদার্থ ডিজেল, কেরোসিন, অকটেন, থিনারসহ বিভিন্ন চোরাই মালামাল বিক্রী হয়ে আসছিল।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ গতকাল শনিবার দুপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে এসব চোরাই দাহ্য পদার্থ উদ্ধার করে।

    র‌্যাব- ৭এর ডিএডি ওয়ারেন্ট অফিসার আবদুল মতিন বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি সিন্ডিকেট চোরাই তেলসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে যাচ্ছে। সম্প্রতি মেঘনা পেট্রোলিয়াম থেকে তেল চুরি পাচারের সময় পটিয়া থানা পুলিশ তেলবাহী একটি গাড়ি আটক করে মামলা দেন।

    বিএম/সঞ্জয়/আরএস..