ঋণ খেলাপি বন্ধে নতুন আইন হবে : অর্থমন্ত্রী

    ব্যাংক ঋণ খেলাপি বন্ধে নতুন আইন করা হবে। পাশাপাশি ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনতে বর্তমানে যে আইন আছে সেটারও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

    মুস্তফা কামাল বলেন, অতীতের ঋণ খেলাপির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। যদি কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।

    মন্ত্রী বলেন, নতুন আইনে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক পরিচালকদের পারসোনাল গ্যারান্টি নিতে হবে। যদি কোনো কারণে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরো বলেন, নিজেরদের মূল্যায়ন করার জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক তিন মাস পর পর আলোচনায় বসবে। সেখানে কে কী পরিমাণ মুনাফা করলেন? কী পরিমাণ ঋণ দেওয়া হলো এবং কোনো ঋণ খেলাপি নতুন করে যুক্ত হলে তা তুলে ধরা হবে।

    বিএম/এমআর